সেরা স্পোর্টস রিপোর্টার হলেন যারা
সেরা স্পোর্টস রিপোর্টার হলেন যারা
২০১৯ সালের স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন দৈনিক সমকাল পত্রিকার সিনিয়র রিপোর্টার মোহাম্মদ সেকান্দার আলী। মঙ্গলবার বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন-বিএসপিএ আয়োজন করে ক্রীড়া সাংবাদিকদের স্বীকৃতি প্রদানের এই অনুষ্ঠান।
বিএসপিএ টানা পঞ্চমবারের মতো আয়োজন করে এই স্বীকৃতি প্রদানের অনুষ্ঠান। এবার মোট চার ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়েছে। ফিচার ক্যাটাগরিতে সেরার পুরষ্কার জিতেছেন দৈনিক প্রথম আলোর রিপোর্টার রানা আব্বাস।
স্পোর্টস ফটোগ্রাফি ২০১৯ ক্যাটাগরিতে সেরা হয়েছেন দৈনিক কালের কণ্ঠের স্পেশাল ফটোজার্নালিস্ট মীর ফরিদ।
অনুষ্ঠানে দুই সিনিয়র ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ ইউসুফ আলী এবং মাহমুদুল হাসান শামীমকে ক্রীড়া সাংবাদিকতায় অবদান রাখার স্বীকৃতি স্বরূপ, বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে বিএসপিএ সভাপতি সনৎ বাবলা ছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএসপিএ সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ।
Tag: English News games
No comments: