পার্মার মাঠে গোল উৎসব য়্যুভেন্তাসের
পার্মার মাঠে গোল উৎসব করলো ইতালিয়ান জায়ান্ট য়্যুভেন্তাস। ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে পার্মাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তুরিনের ওল্ড লেডিরা। এ জয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে আন্দ্রে পিরলোর দল।
ইতালিয়ান সিরি'আয় গেলো ম্যাচে আটালান্টার বিপক্ষে ড্র করে পয়েন্ট খোয়ায় য়্যুভেন্তাস। মিলানের দুই ক্লাবের দাপটে শীর্ষ স্থানটা আগেই খুইয়েছে। এবার তাই শীর্ষে ওঠার মিশনে পার্মার মাঠে জয় তুলে নিতে আতিথ্য নেয় তুরিনের ওল্ড লেডিরা।
রোনালদো, রামসি, মোরাতাদের সমন্বয়ে এদিন ৪-৪-২ ফরমেশন নিয়ে মাঠে নামে য়্যুভেন্তাস। শুরু থেকেই আক্রমণের পসরা সাজিয়ে বসে তারা। ব্যস্ত রাখে প্রতিপক্ষের রক্ষণদুর্গ। ফলাফল আসে ২৩ মিনিটেই। মোরাতার বল পার্মার জালে জড়ান কুলুসেভস্কি। এতেই লিড নেয় পিরলোর শিষ্যরা।
এরপর লিড দ্বিগুণ করতে খুব বেশি সময় নেয়নি অতিথিরা। এবারো গোলের কারিগর সেই মোরাতা। তার বাড়ানো বল দিয়ে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বিরতির আগে আর গোলের মুখ দেখেনি কোন দল।
তবে, দ্বিতীয়ার্ধে ফিরে আক্রমণের ধার কমেনি য়্যুভেন্তাসের। ৩ মিনিটের মধ্যেই অ্যারন রামসির বাড়ানো বল বাঁ পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন রোনালদো। তাতে ৩-০ গোলে এগিয়ে যায় তুরিনের ওল্ড লেডিরা। অন্যদিকে লিগে রোনালদোর সংখ্যা দাঁড়িয়েছে ১২।
এরপর বেশ কিছু সুযোগ তৈরি করেছিলো য়্যুভেন্তাস। যদিও লক্ষ্যভেদ হয়েছে ম্যাচের ৮৫ মিনিটে। এবার আর অ্যাসিস্ট নয় নিজেই গোল করে দলকে ৪-০ ব্যবধানে এগিয়ে নেন আলভারো মোরাতা। সেই সঙ্গে লিগে আবারো জয়ের ধারায় ফিরলো য়্যুভেন্তাস।
Tag: English News games
No comments: