হোটেলে অভিনেত্রীর মৃত্যুতে হবু স্বামী গ্রেফতার
চেন্নাইয়ের একটি আবাসিক হোটেল থেকে গেল ৯ ডিসেম্বর মরদেহ উদ্ধার করা হয় তামিল অভিনেত্রী ভি জে চিত্রার। অভিনেত্রী মরদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে এটিকে ‘আত্মহত্যা’ বলে উল্লেখ করেছিল পুলিশ।
এবার অভিনেত্রী চিত্রার হবু স্বামী হেমন্তকে গ্রেফতার করেছে চেন্নাই পুলিশ। এমন তথ্য প্রকাশ করেছে কলকাতার নিউজ১৮।
সূত্র জানায়, চিত্রার আত্মহত্যার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। তার কয়েকজন সহকর্মীকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
হেমন্তের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
চিত্রার মা জানিয়েছেন, হেমন্ত চিত্রাকে মানসিক অস্বস্তিতে রাখত। আর্থিক ইস্যু ছিল তাদের। ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করায় চিত্রার ওপর নাখোশ ছিলেন হেমন্ত।
চিত্রার মৃত্যুর দিনেও একসঙ্গে হোটেল রুমে ছিলেন তারা। ওই দিন গণমাধ্যমকে হেমন্ত জানান, রুমে ফিরেই গোসল করতে যান চিত্রা। অনেক সময় পার হওয়ার পরও গোসলখানা থেকে না আসায় সন্দেহ জাগে হেমন্তের মনে। দরজায় কড়া নাড়েন তিনি। সাড়া না পেয়ে ডেকে আনেন হোটেল কর্মীদের। ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলতে অভিনেত্রীর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।
Tag: Entertainment
No comments: