Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » সালাহ'র গোলে লিভারপুলের মান রক্ষা




সালাহ'র গোলে লিভারপুলের মান রক্ষা

মোহাম্মদ সালাহর গোলে অল্পের জন্য ইংলিশ প্রিমিয়ার লিগে হার এড়ালো লিভারপুল। ফুলহ্যামের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইয়্যুর্গেন ক্লপের দল। ২০২০ ক্রীড়াঙ্গনে যেন হাহাকারের এক বছর। একে একে পৃথিবীর মায়া ছেড়ে চলে যাচ্ছেন ফুটবল মাঠের কিংবদন্তীরা। ম্যারাডোনার পর, বুবা দিওপ। সবশেষ পাওলো রসি। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্রাভান কটেজে মাঠে নামে ফুলহ্যাম ও লিভারপুল। দু'দলের সামনেই ভিন্ন মিশন। অলরেডদের লক্ষ্য টটেনহ্যামের ড্র'য়ের সুবাদে শীর্ষে ওঠা। অন্যদিকে রেলিগেশন থেকে নিরাপদ দূরত্বে যাওয়ার আপ্রাণ চেষ্টা ফুল্যহ্যামের। এছাড়াও বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের বিপক্ষে শেষ ১১ ম্যাচে জয়বঞ্চিত স্বাগতিকরা। নিজেদের মাঠে স্বাগতিকদের সে দুঃস্মৃতি দূরের অপেক্ষায় সমর্থকরা। ক্রাভান কটেজে শুরু থেকেই হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। সবাইকে অবাক করে দিয়ে লিভারপুলের ওপর ছড়ি ঘুড়িয়েছে ফুলহ্যাম। পরীক্ষার পর পরীক্ষা দিয়ে গেছেন লিভারপুল গোলকিপার অ্যালিসন। ২৫ মিনিটে আর পেরে ওঠেননি ইনজুরি থেকে ফেরা ব্রাজিলিয়ান গোলরক্ষক। ২৭ বছর বয়সী জ্যামাইকান মিডফিল্ডার ববি করদোভা রিড ম্যাজিকে উল্লাসে মেতেছে ক্রাভান কটেজ। অ্যালিসনের মত কি হচ্ছে যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না ইয়ুর্গেন ক্লপও! ৪০ মিনিটে আশা জাগিয়েছিলেন সাদিও মানে। কিন্তু সেনেগাল তারকাও শেষ পর্যন্ত লিভারপুলের কান্ডারী হতে পারেননি। প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগে হতাশ করেছেন দলের সেরা তারকা মোহাম্মদ সালাহও। বিরতির পরও ক্রাভান কটেজে আলোর মশাল জ্বালাতে পারেননি কোন লিভারপুল তারকা। উল্টো বেশ কয়েকবার লিভারপুল শিবিরে হানা দিয়ে কাঁপন ধরিয়ে দিয়েছেন ইভান ক্যাভালেরো। অবশেষে ৭৮ মিনিটে কামারার ভুলে পেনাল্টি পায় লিভারপুল। সুযোগ বুঝে ফুলহ্যামের জয়ের আশা গুঁড়িয়ে দেন সালাহ। তার গোলেই শেষ রক্ষা হয় লিভারপুলের। আর অলরেডদের হারাতে না পারার আক্ষেপ সঙ্গী হয় ফুলহ্যামের।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply