প্রথম টি-টোয়েন্টি জিতে এগিয়ে গেল নিউজিল্যান্ড
প্রথম টি-টোয়েন্টি জিতে এগিয়ে গেল নিউজিল্যান্ড
অকল্যান্ডে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫৩ রান তোলে সফরকারীরা। জবাবে ৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা।
অকল্যান্ডে টস জিতে ব্যাট করতে নেমেই হোঁচট খায় সফরকারীরা।
দলীয় ২০ রানেই ৪ উইকেট হারায় পাকিস্তান। ওপেনার রিজওয়ান ১৭ রান করলেও শফিক-হাফিজরা রানের খাতাই খুলতে পারেনি। দলের হাল ধরেন ক্যাপ্টেন শাদাব খান। খুশদিল-ইমাদরা উইকেটে থিতু হতে না পারলেও ৪২ রান তোলেন শাদাব। সঙ্গে ৩ ছক্কা ২ চারে ১৮ বলে ৩১ রানের ইনিংসে ১৫৩ রানের পুঁজি পায় পাকিস্তান। একাই তিন উইকেট শিকার করেন তরুণ কিউই পেসার জ্যাকব ডাফি।
জবাব দিতে নেমে, দলীয় ৮ রানে গাপটিলকে হারালেও আরেক ওপেনার সেইফার্ট খেলেন জয়ের ভীত গড়ে দেয়া ৫৭ রানের ইনিংস। ডেভন কনওয়ে ৫ রানে আউট হলে গ্লেন ফিলিপসের ২৩ আর মার্ক চ্যাপম্যানের ৩৪ রানে ম্যাচে নিয়ন্ত্রণ রাখে কিউইরা। বাকি পথটা কোনো বিপত্তি ছাড়াই পাড়ি দেন অপরাজিত নিশাম-সান্টনাররা।
অভিষেক ম্যাচে ৪ উইকেট শিকার করা ডাফি হয়েছেন ম্যাচ সেরা।
Tag: games
No comments: