শান্তি আলোচনার ভেন্যু কাতার থেকে আফগানিস্তানে আনার আহ্বান প্রেসিডেন্ট গনির
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি তালেবানের সঙ্গে তার সরকারের শান্তি আলোচনা কাতার থেকে আফগানিস্তানে স্থানান্তরের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই শান্তি আলোচনা যা ‘আন্তঃআফগান’ আলোচনা নামে পরিচিত তার পরবর্তী দফা আলোচনা আফগানিস্তানের কোথাও অনুষ্ঠিত হতে হবে।
এদিকে মার্কিন সরকারের আফগান বিষয়ক বিশেষ দূত জালমাই খালিলজাদ বলেছেন, আগামী ৫ জানুয়ারি পূর্বনির্ধারিত তারিখে পরবর্তী আন্তঃআফগান বৈঠক শুরু করতে হবে এবং এ কাজে দেরি করা উচিত হবে না।
দু’দিন আগে কাতারের রাজধানী দোহায় আলোচনারত তালেবান ও আফগান সরকারের প্রতিনিধিরা এক ‘যৌথ ঘোষণায়’ বলেছেন, তারা তাদের আলোচনার বিষয়বস্তু চূড়ান্ত করে ফেলেছেন এবং ২০২১ সালের ৫ জানুয়ারি এসব বিষয় নিয়ে তারা পরবর্তী ধাপের আলোচনা শুরু করবেন।
কাতারের রাজধানী দোহায় আন্তঃআফগান শান্তি আলোচনা
এর আগে কাবুলের বিভিন্ন সূ্ত্র জানিয়েছে, প্রেসিডেন্ট আশরাফ গনি তার দেশের শান্তি আলোচনা কাতারে অনুষ্ঠিত হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন। এর কারণ হিসেবে তিনি মনে করছেন, দোহা হচ্ছে কাতার ও আমেরিকার প্রভাবাধীন এলাকা এবং সেখানে আফগান সরকারের কোনো প্রভাব কাজ করে না। তবে প্রেসিডেন্ট গনির আহ্বানে তালেবান কতটা সাড়া দেবে তা দেখার জন্য আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে।#
Tag: English News world
No comments: