৯ দফা দাবিতে উত্তাল স্পেন, মিছিলে বাংলাদেশিরা
৯ দফা দাবিতে উত্তাল স্পেন, মিছিলে বাংলাদেশিরা
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে স্পেনের রাজধানী মাদ্রিদের ঐতিহাসিক ‘সল’ চত্বর। এতে বাংলাদেশি অভিবাসী ছাড়াও বিভিন্ন দেশের হাজারো অভিবাসী অংশ নেন।
বাংলাদেশি মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলাসহ বিভিন্ন দেশের ১৪টি মানবাধিকার সংগঠনের সদস্যরা তাদের অধিকারের কথা তুলে ধরেন।
এতে অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণ, চুক্তি ছাড়া ওয়ার্ক পারমিট, কৃষিকাজে নিয়োজিত অবৈধ প্রবাসীদের জন্য বিনা শর্তে ডিক্লারেশন ও কর্মসংস্থানসহ ৯টি দাবি তুলে ধরা হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা বলেন, সারা বিশ্বের মতো স্পেনেও প্রবাসীদের ন্যায্য দাবিগুলো এখনো পূরণ হয়নি। এখনো প্রবাসীসহ স্থানীয় শ্রমিকরা মালিকপক্ষের কাছে শোষিত হচ্ছে। এসব বৈধ দাবি পূরণ করার জন্যই তারা রাজপথে নেমে এসেছেন।
Tag: English News lid news world
No comments: