জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য ৩০২ রান
মাউন্ট মঙ্গানুইতে টেস্টের পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ৩০২ রান আর নিউজিল্যান্ডের দরকার ৭ উইকেট। চতুর্থ দিন শেষে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ৭১ রান।
টেস্টের চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুটা দারুণ হয় নিউজিল্যান্ডের। দুই ওপেনার ল্যাথাম ও ব্ল্যান্ডেল হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ১১১ রানের জুটি গড়েন। তবে ব্যক্তিগত ৬৪ রানে আব্বাসের শিকার হন ব্লান্ডেল। এরপর ৫৩ রানে ফেরেন ল্যাথাম। বেশিক্ষণ টেকেননি অধিনায়ক কেইন উইলিয়ামসনও। আউট হন ২১ রানে। ৫ উইকেটে ১৮০ রান তুলে স্বাগতিকরা ইনিংস ঘোষণা করলে পাকিস্তানের জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৭৩ রান। যেখানে শুরুটা মোটেই ভাল হয়নি সফরকারীদের। শূন্য হাতে ফেরেন দুই ওপেনার শান মাসুদ ও আবিদ আলী।
এরপর আজহার আলীকে ভালোই সঙ্গ দিচ্ছিলেন হারিস সোহেল। কিন্তু ৯ রান করে সাউদির শিকার হন সোহেল। যেখানে এই উইকেটটি পাওয়ার পর কিউইদের তৃতীয় বোলার হিসেবে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন পেসার টিম সাউদি।
Tag: English News games
No comments: