Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বড়দিনের আগে বড় হার য়্যুভেন্তাসের




বড়দিনের আগে বড় হার য়্যুভেন্তাসের

ইতালিয়ান সিরিয়ায় বছরের শেষ ম্যাচে লজ্জার হার বর্তমান চ্যাম্পিয়ন য়্যুভেন্তাসের। ফিওরেন্তিনার কাছে ৩-০ গোলে হারলো রোনালদোরা। এই হারে টেবিলে চার নম্বরেই থাকলো আন্দ্রে পিরলোর দল। মেসিদের যখন বৃহস্পতি তুঙ্গে ,তখন বছরে শেষ বারের মত য়্যুভেন্তাসের জার্সিতে মাঠে নেমেছিল ক্রিস্টিয়ানো রোনালদো। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে নেই । লক্ষ্যটা এক নম্বরে থাকা এসি মিলানের সঙ্গে ব্যবধান কমানো। নিজেদের মাঠে তাই প্রতিপক্ষ ফিওরেন্তিনাকে পেয়ে বোধ হয় পাত্তা দেয়নি তুরিনের অল্ড লেডিরা। অ্যালিয়েঞ্জ এরেনায় ম্যাচ দেখতে বসার আড়মোড়া ভাঙ্গার আগেই গোল। ৩ মিনিটে ফ্রাঙ্ক রিবেরির পাস থেকে য়্যুভদের অবাক করে দিয়ে গোল করেন ফিওরেন্তিনার সার্বিয়ান ফরোয়ার্ড দুসান ভ্লাহোভিক। এর ঠিক মিনিট পনেরো পর বড় ধাক্কা খায় বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষকে ফাউল করে মাঠ ছাড়েন হুয়ান কুয়াদ্রাদো। ১৮ মিনিটেই ১০ জনের দলে পরিণত হয় য়্যুভেন্তাস। মাঠের দূর্বলতা কাটিয়ে উঠতে না পারায় ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় আন্দ্রে পিরলোর দল। য়্যভেন্তাস তাদের ক্লাব ইতিহাসে সবচেয়ে বেশি জয় পেয়েছে এই ফিওরেন্তিনার বিপক্ষে। যারা ভেবেছিল য়্যুভেন্তাস এই ম্যাচেও জয় পাবে। তাদের আশায় গুড়েবালি। ম্যাচের দ্বিতীয়ার্ধে য়্যভেন্তাস হজম করেছে গুনে গুনে দুই গোল। যার প্রথমটা অ্যালেক্স সান্দ্রোর আত্মঘাতি গোল দিয়ে। রোনালদো-আলভারো মোরাতার এদিন যেনো কোথায় হারিয়ে গিয়েছিল। দুই গোলে এগিয়ে থাকার সুবাদে আক্রমণাত্মক ফিওরেন্তিনা ম্যাচের ৩ নম্বর গোলটি করে ৮১ মিনিটে। তাতেই লজ্জা নিশ্চিত হয়ে যায় য়্যুভেন্তাসের। হার দিয়েই বছর শেষ করে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply