মেলবোর্নে অনন্য রেকর্ড গড়লেন অশ্বিন
মেলবোর্ন টেস্টে অনন্য এক রেকর্ড গড়েছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্র অশ্বিন। জশ হ্যাজেলউডের উইকেট নিয়ে টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি বাঁ-হাতি ব্যাটসম্যানকে আউট করার কীর্তি গড়লেন এই স্পিনার।
দলীয় ২০০ রানে অস্ট্রেলিয়া তাদের শেষ ব্যাটসম্যান জস হ্যাজেলউডকে হারায়। তাকে বোল্ড করে অনন্য এই কীর্তিতে নাম লিখিয়েছেন অশ্বিন। ক্রিকেট ইতিহাসে তাঁর চেয়ে বেশি বাঁহাতি ব্যাটসম্যানকে আউট করেননি আর কেউই। হ্যাজেলউড ছিলেন অশ্বিনের ১৯২তম বাঁহাতি শিকার।
এর আগে এই রেকর্ড ছিলো লঙ্কনা কিংবদন্তী মুত্তিয়া মুরালিধরনের দখলে। টেস্টের সর্বোচ্চ উইকেট শিকারি ১৯১ জন বাঁ-হাতি ব্যাটসম্যানকে আউট করেছেন। যদিও তার মোট উইকেট সংখ্যা ৮০০।
মুরালির মোট উইকেটের ২৩ দশমিক ৮৭ ভাগ ছিল বাঁহাতি ব্যাটসম্যান। আর অশ্বিন তার মোট উইকেটের ৫১ দশমিক ২০ ভাগই নিয়েছেন বাঁহাতি ব্যাটসম্যানের উইকেট। অশ্বিন-মুরালির পর এই তালিকায় আছেন অ্যান্ডারসন, গ্লেন ম্যাকগ্রা এবং শেন ওয়ার্ন।
Tag: English News games
No comments: