বাইডেনকে ট্রাম্পের শীর্ষ সহযোগীর অভিনন্দন
অবশেষে নীরবতা ভেঙে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সহযোগী সিনেটর মিচ ম্যাককনেল।
Nagad Banner
গতকাল সোমবার ইলেক্টোরাল কলেজে জো বাইডেন আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হওয়ার পর জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানান তিনি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এক প্রতিক্রিয়ায় মিচ ম্যাককনেল বলেন, ৩ নভেম্বরের পর থেকে আমি ভিন্ন রকম ফলাফলের আশায় ছিলাম। তবে যেহেতু ইলেক্টোরাল কলেজ রায় দিয়েছেন, তাই আজকে আমি প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানাচ্ছি।
রিপাবলিকান দলের অন্যতম এ নেতা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও অভিনন্দন জানান।
তিনি বলেন, প্রত্যেক আমেরিকানের গর্ব করা উচিত এ কারণে যে, দেশে প্রথমবারের মতো একজন নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
চূড়ান্ত ইলেক্টোরাল ভোট গণনায় ডেমোক্র্যাট দলীয় জো বাইডেন ৩০৬ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২ ভোট। যদিও ট্রাম্প এখনো নির্বাচনের ফলাফল মেনে নেননি।
Tag: English News world
No comments: