Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মাশরাফীর আগুনে পারফরমেন্সের রহস্য কি?




মাশরাফীর আগুনে পারফরমেন্সের রহস্য কি?

করোনার যুদ্ধ জয় করে ফিরেছেন। পুরনো শত্রু হ্যামস্ট্রিং ইনজুরিও বাগড়া হয়ে দাঁড়িয়েছিলো ফেরার আগে। ক'দিন আগেও অনেকে ভেবে নিয়েছিলেন অবসরের দিন বুঝি ঘনিয়েই এলো। অথচ কোয়ালিফায়ারের বিগ ম্যাচে সেই মাশরাফী বিন মোর্ত্তজা হলেন জয়ের নায়ক। ফাইনাল নিশ্চিত করার ম্যাচে নামের পাশে ৫ উইকেট শিকার করা ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। তবে ম্যাচ শেষে কৃতিত্বটা ভাগ করে দিলেন সবার মাঝে। বয়স যে একটা সংখ্যা মাত্র তার প্রমাণ আরও একবার দিলেন মাশরাফী। থামিয়ে দিলেন তার অবসর প্রত্যাশীদের গুঞ্জন। আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন সেই কবেই। অথচ ফরম্যাটটায় সেরা পারফরমেন্স দিলেন বিগ ম্যাচে। ব্যাট হাতে প্রথম বলেই ছক্কা হাঁকানোর আত্মবিশ্বাসটাই টেনে নিয়ে গেলেন ম্যাচের শেষ পর্যন্ত। এই আসরে লিটন-সৌম্যর বিধ্বংসী ওপেনিং জুটির সামনে ২১১ রানের লক্ষ্যটা কঠিন হলেও অসাধ্য ছিল না। তবে থিতুই হতে দেননি নড়াইল এক্সপ্রেস। মাশরাফীর প্রথম ৫টা বলে একটা করে বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে ১৩ রান তুলেছিলেন লিটন। তবে খরুচে ওভারটায় শেষ বলে মিটে যায় আক্ষেপ। ডিপ মিড উইকেটে শামীমের ক্যাচ বানিয়ে শিকার করলেন সৌম্যকে । পরের ওভারে এসে চার-ছক্কার হিসাব মিটিয়েছেন মাশরাফী। টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যানকে স্লোয়ার বলে বোকা বানিয়ে উপড়ে ফেলেছেন স্ট্যাম্প। দ্বিতীয় স্পেলে ফিরেও প্যাভিলিয়নের পথে হাটিয়েছেন তরুণ মাহমুদুল জয়কে। শেষ ওভারে শামসুর আর মোস্তাফিজকে আউট করে টি-টোয়েন্টিতে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট শিকার করেন ম্যাশ। এই আগুনে পারফরম্যান্সের রহস্য কি? এ সম্পর্কে মাশরাফী বলেন, 'রহস্যের কিছু নেই। তবে চেষ্টা করেছি সঠিক জায়গায় বল ফেলতে। এটাই আমাকে সাহায্য করেছে সফল হতে। আমি ঠিক জায়গায় বল করে যেতে পারি। এটাই আত্মবিশ্বাসের অন্যতম কারণ বলা যায়। টি টোয়েন্টিতে প্রতিপক্ষকে চাপে রাখার পরিকল্পনাটেও কাজে দিয়েছে।' এ দিন স্বীকৃত টি-টোয়েন্টিতে উইকেট সংখ্যাও দেড়শো ছাড়িয়ে নেন ম্যাশ। ২ দিন বিরতির পর শুক্রবার ফাইনালের মঞ্চেও নিশ্চয় এমন কিছুর প্রত্যাশায় থাকবে খুলনার সমর্থকরা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply