বিদেশিদের দিয়ে বিজ্ঞাপন বানালে মোটা অংকের ট্যাক্স: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিদেশি কলাকুশলীদের দিয়ে বিজ্ঞাপন তৈরি করে তা দেশীয় গণমাধ্যমে প্রচার করতে চাইলে মোটা অংকের ট্যাক্স দিতে হবে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সমসাময়িক বিষয় নিয়ে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের দেশে দেখা যাচ্ছে অন্য দেশের শিল্পীদের দিয়ে বিজ্ঞাপন তৈরি করে তা দেশে প্রচার করা হয়, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এগুলো করে। এতে যা ঘটছে তাতে আমাদের দেশে যারা বিজ্ঞাপন নির্মাণের সঙ্গে যারা যুক্ত তারা বঞ্চিত হচ্ছেন।
দেশের শিল্পীরা বঞ্চিত হচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশের ছেলেমেয়েরা, যারা বিজ্ঞাপনচিত্রে কাজ করেন, তারা বঞ্চিত হচ্ছেন। দেশের শিল্প বঞ্চিত হচ্ছে, দেশ থেকে টাকা বিদেশে চলে যাচ্ছে, একইসাথে গণমাধ্যমগুলো বঞ্চিত হচ্ছে।
এনবিআরের সঙ্গে কথা হয়েছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, বিদেশি কলাকুশলী দিয়ে মুক্তবাজার অর্থনীতিতে বিজ্ঞাপন তৈরি হতে পারে, সেক্ষেত্রে তাদেরকে মোটা অংকের ট্যাক্স দিতে হবে। সেই ট্যাক্স নির্ধারণ করে দেবে এনবিআর। কীভাবে এটি হতে পারে আমাদের পক্ষ থেকে খুব সহসা এনবিআরকে এ বিষয়ে পত্র দিয়ে জানানো হবে।
Tag: English News politics
No comments: