বিমানবন্দরে ইয়েমেনের নতুন সরকার হামলার শিকার, নিহত ২২
ইয়েমেনের আদেন বিমানবন্দরে হামলা। ছবি : রয়টার্স
বিদেশে শপথ নিয়ে ইয়েমেনে ফেরা মাত্রই হামলার শিকার হয়েছে সৌদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেনের নতুন সরকার। গতকাল বুধবার দেশটির প্রধানমন্ত্রী মইন আব্দুলমালিক সাইদসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা আদেন বিমানবন্দরে নামতেই একাধিক শক্তিশালী বিস্ফোরণ ও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ভয়াবহ ওই হামলার ঘটনায় অন্তত ২২ জন নিহত ও আহত হয়েছে বহু মানুষ।
বুধবারের এ ঘটনায় হতাহতদের অধিকাংশই ত্রাণকর্মী এবং সরকারি কর্মী। তবে মন্ত্রিসভার কোনো সদস্য হতাহত হননি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মইন আব্দুলমালিক সাইদ।
এদিকে রয়টার্স লিখেছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত দুই মিত্রপক্ষকে ঐক্যবদ্ধ করার সৌদি উদ্যোগের ফল নতুন এ মন্ত্রিপরিষদ। সৌদির রাজধানী রিয়াদ থেকে নবগঠিত পরিষদের সদস্যদের নিয়ে একটি উড়োজাহাজ ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর আদেন বিমানবন্দরে নামার কিছুক্ষণের মধ্যেই হামলা শুরু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
Tag: English News lid news world
No comments: