বঙ্গবন্ধুর নামে অনুমোদনহীন বিশ্ববিদ্যালয়: ইউজিসি
বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নামে নীলফামারীর সৈয়দপুরে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়নি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণে প্রকল্পের প্রস্তাবও দেয়নি ইউজিসি।
আজ বুধবার (২৩ ডিসেম্বর) বিজ্ঞপ্তির মাধ্যমে ইউজিসি’র চাকরিপ্রার্থীদের সতর্ক করেছেন। শিগগিরই গণবিজ্ঞপ্তিও প্রকাশ করবে ইউজিসি।
সৈয়দপুর বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের অনুমোদনহীন কার্যক্রম বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছে ইউজিসি। বঙ্গবন্ধুর নামে অনুমোদনহীন বিশ্ববিদ্যালয়টি তৈরি করা হয়েছে।
ইউজিসি জানায়, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০’ অনুযায়ী রাষ্ট্রপতি প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চার বছর মেয়াদে উপাচার্য, সহ–উপাচার্য ও কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেন। কাজেই এসব পদে কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাউকে নিয়োগ প্রদান করলে তা হবে সম্পূর্ণ আইনপরিপন্থী।
বিশ্ববিদ্যালয়টির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা উপাচার্য (ভারপ্রাপ্ত) পরিচয়দানকারী অধ্যাপক এ বি এম শরিফুজ্জামান শাহ সম্প্রতি সহ–উপাচার্য, শিক্ষকসহ বিভিন্ন পদে জনবল নেওয়া হবে উল্লেখ করে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দেখানো হয়েছে সাংসদ রাবেয়া আলীমকে।
বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপনের সংবাদ, জনবল নিয়োগের বিজ্ঞপ্তিসহ বিভিন্ন বিষয় ইউজিসির দৃষ্টিগোচর হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, চাকরিপ্রত্যাশীসহ সংশ্লিষ্ট সবাইকে এসব বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে ইউজিসি।
Tag: English News politics
No comments: