শপথের আগেই করোনায় মৃত্যু নবনির্বাচিত মার্কিন কংগ্রেসম্যানের
মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত আইন প্রণেতা লুক লেটলোর মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানাচ্ছে, মার্কিন কংগ্রেসের প্রথম কোন সদস্য করোনা ভাইরাসে মারা গেলেন।
৪১ বছর বয়স্ক লেটলো নভেম্বরের নির্বাচনে লুইসিয়ানা অঙ্গরাজ্যের পঞ্চম জেলার প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন। রোববার (২ জানুয়ারি) তার শপথ নেয়ার কথা ছিল।
এর আগে ১৮ ডিসেম্বর লেটলো জানিয়েছিলেন, করোনাভাইরাস পরীক্ষায় তার ফলাফল পজিটিভ এসেছে। এরপরেই লেটলো গত ১৯ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন। ২৩ ডিসেম্বর অবস্থা আরও খারাপের দিকে গেলে তাকে শ্রেভপোর্ট হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
লুইসিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ডস লেটলোর অন্ত্যেষ্টিক্রিয়ার দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। টুইটারে শোক বার্তায় তিনি লেখেন, ‘কোভিড-১৯ এর সঙ্গে লড়াই শেষে নবনির্বাচিত কংগ্রেসম্যান লুক লেটলো মারা যাওয়ায় তার পরিবারের প্রতি দুঃখভারাক্রান্ত মন নিয়ে আমি ও লুইসিয়ানার ফার্স্ট লেডি সমবেদনা জানাচ্ছি।’
সূত্র: সিএনএন/গার্ডিয়ান
Tag: English News world
No comments: