Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » কোহলিবিহীন ভারতীয় দলে অদৃশ্য চাপ




কোহলিবিহীন ভারতীয় দলে অদৃশ্য চাপ

টেস্ট সিরিজের বাকি অংশে বিরাট কোহলির না থাকা ভারতের জন্য অনেক বড় ক্ষতি। সঙ্গে মোহাম্মদ শামির ইনজুরি বিপাকে ফেলেছে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টকে। এ অবস্থায় বক্সিং ডে টেস্টে ভালো ফল করা কঠিন হবে রাহানের জন্য, এমনটাই মনে করেন স্টিভেন স্মিথ। মেলবোর্নে নিজের রেকর্ড ভালো থাকায়, এ টেস্টেও দুর্দান্ত কিছুর আশায় এ অজি ব্যাটসম্যান। অ্যাডিলেডের দিবারাত্রির টেস্টটা ভুলে যেতে চাইবে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিংয়ের পর, বোলিংটাও হয়েছিলো উড়ন্ত। কিন্তু তৃতীয় দিনে যা হলো, তা দুঃস্বপ্নেও মনে করতে চাইবেন না কোন ভারতীয়। তবে, চাইলেই কি আর সব ভোলা যায়। আর ম্যাচটা যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে তখন তো ভোলাটা প্রায় অসম্ভব। ম্যাচের ভেতরে আর বাইরে বার বার চলে আসবে ৩৬ রানের সেই লজ্জার কথা। কিন্তু, সময়টা এখন অনেক বদলে গেছে। বদলে গেছে অস্ট্রেলিয়ানরাও। তাই তো ধ্বংসস্তুপে পরিণত হওয়া ভারতীয় দলকে বিদ্রুপ না করে বরং পাশে দাঁড়াচ্ছেন অজিরা। কিন্তু, এতো ভালো যে সব সময় ভালো না। ক্রিকেটীয় কারণ বিশ্লেষণ করলেও, এই পাশে দাঁড়ানোর অন্য একটা অর্থ খুঁজে পাবেন সমর্থকরা। বিরাট কোহলি থাকছেন না সিরিজের বাকিটায়। এ খবরটা ভারতকে যতটা হতাশ করেছে, ঠিক ততটাই চাঙ্গা করেছে স্বাগতিকদের। আর এ জন্যই হয়তো, কথার লড়াই নামতে চাচ্ছে না পেইন বাহিনী। মনস্তাত্ত্বিক লড়াইয়ের আগেই যে এগিয়ে আছে তারা। বক্সিং ডে টেস্টের আগে স্মিথের কথায় যা বেশ পরিষ্কার। কোহলির অভাব অপূরণীয় মন্তব্য করে, রাহানের ওপর অদৃশ্য এক চাপ তৈরি করে দিলেন অজি এ ব্যাটসম্যান। স্টিভেন স্মিথ বলেন, 'কোহলি এমন একটা নাম, যাকে সবাই মিস করবে। তাকে ছাড়া এ ভারত দলটা অনেক ছন্নছাড়া। চাইলেই আপনি তার বিকল্প নামাতে পারবেন না। ভারত এখন মানসিকভাবে অনেক পিছিয়ে আছে। রাহানের জন্য এটা খুব নেতিবাচক। চাইলেও দলের সবাইকে সে বুস্ট আপ করতে পারবে বলে মনে হয় না।' কোহলির সঙ্গে থাকছেন না শামিও। কামিন্সের বলে পাওয়া আঘাতটা সিরিজ থেকেই ছিটকে দিয়েছে এ পেসারকে। তবে, শামির জন্য ভারত খুব বেশি ভুগবে বলে মনে করেন না স্মিথ। আইপিএলের কারণে সিরাজ এবং সাইনিকে খুব ভালো করেই চেনেন তিনি। তাই, রাহানের এ বাজির ঘোড়াদের নিয়ে সাবধান করে দিয়েছেন সতীর্থদের। স্টিভেন স্মিথ আরও বলেন, 'শামি দুর্দান্ত বোলার, এখানে কোন সন্দেহ নেই। কিন্তু, তার বিকল্প ভারত স্কোয়াডে আছে। আইপিএলে সিরাজ, সাইনি খুব ভালো পারফরম্যান্স দেখিয়েছে। আমার মনে হয় না পেস অ্যাটাক নিয়ে তাদের কোন সমস্যা হবে।' অ্যাডিলেডে ব্যাট কথা বলেনি স্মিথের নিজেরও। পেসারদের স্বর্গ রাজ্যে আউট হয়েছেন অশ্বিনের স্পিন ভেলকিতে। যেটা মানতে পারছেন না অজি এ ব্যাটার। তবে, বক্সিং ডে’তে নিজের অতীত রেকর্ড স্বপ্ন দেখাচ্ছে তাকে। স্মিথ জানান, 'আমি সম্ভবত তাদের পেসারদের সামলানো নিয়ে খুব বেশি চিন্তা করছিলাম। এজন্যই এমন একটা বলে আউট হয়েছি। তবে অশ্বিন বিশ্বমানের বোলার, তাই তাকে ছোট করার কিছু নেই। আমি এমসিজিতে ভালো করতে মুখিয়ে আছি। আমার বক্সিং ডে’র রেকর্ড অনেক ভালো। আশা করি, ধারাবাহিকতা ধরে রাখতে পারবো।' ২৬ ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে দু’দল।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply