Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » অনেক আগেই হয়ে যেত বিয়ে, কার্ড ছাপিয়েও শেষ মুহূর্তে এই কারণে বেঁকে বসেছিলেন সলমন!




বাংলাহান্ট ডেস্ক: বলিউডের ভাইজান সলমন খান (salman khan), দীর্ঘ কেরিয়ারে একাধিক প্রেমের সম্পর্কে জড়ালেও কোনোটাই বিয়ের পিঁড়ি পর্যন্ত নিয়ে যেতে পারেননি তিনি। এখনো পর্যন্ত অবিবাহিতই রয়ে গিয়েছেন সলমন। কিন্তু অনেক দিন আগেই নাকি বিয়ে করে নেওয়ার কথা ছিল অভিনেতার। কার্ড ছাপিয়েও মাত্র পাঁচদিন আগে বেঁকে বসেন তিনি। সলমনের অন‍্যতম ঘনিষ্ঠ বন্ধু হলেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। একবার কপিল শর্মা শো তে এসে এমনই বিষ্ফোরক মন্তব‍্য করেছিলেন তিনি। প্রযোজক জানান, ১৯৯৯ সালে হঠাতই বিয়ে করার জন‍্য উঠে পড়ে লাগেন সলমন। এমনকি তাঁর নিজের জন‍্য পাত্রীও ঠিক করা ছিল। শুধু প্রয়োজন ছিল সাজিদের জন‍্য একজন পাত্রী খোঁজার। প্রযোজক জানান, সলমনের বাবা সেলিম খানের জন্মদিন ১৮ নভেম্বর। ওইদিনই বিয়ে করার কথা ঠিক করেন তাঁরা। সাজিদের কথায়, “সব ঠিকঠাক হয়ে গিয়েছিল। এমনকি বিয়ের নিমন্ত্রণপত্রও ছাপা হয়ে গিয়েছিল। বিয়ের তারিখের মাত্র ৫-৬ দিন আগে এসে সলমন বলেন আমার আর বিয়ে করার মুড নেই।” এমনকি নিজের বিয়ে ভেঙে সাজিদের বিয়ের সময়ও মঞ্চে উঠে সলমন তাঁর কানে কানে পরামর্শ দেন, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। সেটা নিয়ে পালিয়ে যেতে। প্রযোজকের এই মন্তব‍্যে তখন হাসির ফোয়ারা ছোটে কপিল শর্মার শোতে। কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্ত পরিবর্তনের কারণ কি ছিল সলমনের? একবার করণ জোহরের শো তে এসে সলমন জানিয়েছিলেন অভিনেত্রী সঙ্গীতা বিজলানির সঙ্গে তাঁর বিয়ের কথাবার্তা হয়েছিল। কিন্তু সেই সময় কোনও ‘সিরিয়াস রিলেশন’এ যেতে রাজি ছিলেন না অভিনেতা। তাই শেষ মুহূর্তে তা ভেস্তে যায়। তারপর একে একে বহু অভিনেত্রীর সঙ্গেই নাম জড়িয়েছে সলমনের। কখনও ঐশ্বর্য রাই, কখনও ক‍্যাটরিনা কখনও জারিন খান। একের পর এক অভিনেত্রী তাঁর জীবনে এসেছেন আবার চলেও গিয়েছেন। এখন শোনা যাচ্ছে ইউলিয়া ভান্টুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply