মুজিবনগরে যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালিত
র্যালী,স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন,দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্যদিয়ে মুজিবনগর উপজেলা আওয়ামীলীগে সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলুর নেতৃৃত্বে যথাযোগ্য মর্যাদায় দিবস টি পালন করেছে মুজিবনগর উপজেলা আওয়ামীলীগ।
১৯৭৫ সালের ৩ নভেম্বর চার জাতীয় নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ’৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে হত্যার পর জাতির ইতিহাসে ৩ নভেম্বর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায়।
মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা ‘সাবেক উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক বাংলাদেশী প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামানকে নির্মম ভাবে হত্যা করা হয় এই দিনে। মুক্তিযুদ্ধের চার জাতীয় নেতাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে দেশের ইতিহাসের বর্বরোচিত এই কালো অধ্যায়টিকে স্মরণ করছে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগ ও এর অংগসংগঠন এবং স্বাস্থ্যবিধি মেনে দিবসটি পালন করছে।
Tag: Zilla News
No comments: