বঙ্গবন্ধু ও চার নেতা হত্যায় জিয়াউর রহমানই জড়িত: তথ্যমন্ত্রী
বঙ্গবন্ধু ও চার নেতা হত্যাকাণ্ডে জিয়াউর রহমানই জড়িত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
মঙ্গলবার সকালে মিন্টু রোডে জেল হত্যা দিবস উপলক্ষে কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন শেষে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ন্যায় প্রতিষ্ঠায় চার জাতীয় নেতার পলাতক খুনিদের ফিরিয়ে এনে বিচার করা হবে।
তথ্যমন্ত্রী আরও বলেন, করোনাকালেও দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু দেশের অগ্রগতি যাদের পছন্দ নয়, তারা বিভিন্ন ইস্যু ও গুজব রটিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। গুজব রটনাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন তথ্যমন্ত্রী।
Tag: English News politics
No comments: