কৃষক লীগের ১১১ সদস্যের কমিটি ঘোষণা
আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের ১১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত কমিটির চিঠি সংগঠনটির সভাপতি সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির হাতে হস্তান্তর করা হয়। তাদের কাছে চিঠি হস্তান্তর করেন আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও উপ-দফতর সম্পাদক সায়েম খান।
গত বছরের ১৬ নভেম্বর অনুষ্ঠিত কৃষক লীগের সম্মেলনে সভাপতি পদে সমীর চন্দ ও সাধারণ সম্পাদক পদে উম্মে কুলসুম স্মৃতি নির্বাচিত হন। সম্মেলনের পরে চলতি বছরের শুরুতে পূর্ণাঙ্গ কমিটির খসড়া তালিকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে জমা দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে করোনার কারণে এর যাচাই-বাছাই আটকে যায়।
এখন করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় চূড়ান্ত কমিটিতে অনুমোদন দিলো আওয়ামী লীগ।
চূড়ান্ত কমিটিতে সহ-সভাপতি ১৬ জন। এর মধ্যে রয়েছেন−শরীফ আশরাফ আলী, মাহবুব-উল-আলম শান্তি, শেখ জাহাঙ্গীর আলম, আশা লতা বৈদ্য, এস এম আকবর আলী চৌধুরী, হোসনে আরা এমপি, মিয়া আব্দুল ওয়াদুদ, মো. আব্দুল লতিফ তারিন, মোস্তাফা কামাল চৌধুরী, কৃষিবিদ ডা. মো, নজরুল ইসলাম, ডি এম জয়নুল আবেদীন, এম এ মালেক, মো. আবুল হোসেন, কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, মো. রেজাউল করিম হিরন, মো. মাকসুদুল ইসলাম।
কৃষক লীগের ১১১ সদস্যের চূড়ান্ত কমিটি
যুগ্ম সাধারণ সম্পাদক তিন জন−হলেন কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, শামীমা শাহরিয়ার, একেএম আজম খান।
সাংগঠনিক সম্পাদক সাত জন হলেন−জসীম উদ্দিন (গাজী জসিম), আসাদুজ্জামান বিপ্লব, হাবিবুর রহমান মোল্লা, সৈয়দ সাগিরুজ্জামান শাকীক, নিজামুল বাহার রানা, নুরে আলম সিদ্দিকী হক, নাজমুল হক পানু।
কৃষক লীগের ১১১ সদস্যের চূড়ান্ত কমিটি অনুমোদন
অর্থ সম্পাদক নাজির মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ ফারুক আহমেদ, দফতর সম্পাদক রেজাউল করিম রেজা।
Tag: Advertisement photos
No comments: