ফলোআপ চিকিৎসা শেষে দেশে ফিরছেন অর্থমন্ত্রী
ফলোআপ চিকিৎসা শেষে শুক্রবার সংযুক্ত আরব আমিরাত থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বিকেলে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, বিদেশে থাকাকালীন অনলাইনের মাধ্যমে অর্থমন্ত্রী সার্বক্ষণিক দপ্তরের সঙ্গে যোগাযোগ রেখেছেন, দৈনন্দিন কাজ সম্পাদন করছেন এবং ভার্চুয়াল বিভিন্ন সভায় অংশগ্রহণ করেন।
দেশে ফিরে আগামী রোববার থেকেই তিনি নিয়মিত দাপ্তরিক কাজকর্ম শুরু করবেন বলে আশা ব্যক্ত করেছেন।
গত ২ অক্টোবর অর্থমন্ত্রী চোখের ফলোআপ চিকিৎসার জন্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই যান।
এরও আগে অর্থমন্ত্রী চোখের চিকিৎসার জন্য গত জুলাই মাসে লন্ডনে গিয়েছিলেন।
Tag: English News politics
No comments: