Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » আবারো করোনা পজিটিভ রোনালদো




আবারো করোনা পজিটিভ রোনালদো

আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও য়্যুভেন্তাস। ম্যাচটায় আগ্রহের কেন্দ্রবিন্দুতে ধরণীর শ্রেষ্ঠ দুই ফুটবলার লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘদিন পর দু'জনের লড়াইটা দেখার অপেক্ষায় ছিলেন সবাই। তবে সেটি আর হচ্ছে না। ২য় দফা করোনা পরীক্ষায় আবারো পজিটিভ শনাক্ত হয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এর আগে ১৩ অক্টোবর পর্তুগালের হয়ে উয়েফা নেশন্স লিগের ম্যাচ খেলার সময় করোনায় আক্রান্ত হন সিআরসেভেন। তাৎক্ষণিকভাবে তাকে এয়ার এ্যাম্বুলেন্স যোগে ইতালিতে উড়িয়ে নিয়ে আসে য়্যুভেন্তাস কর্তৃপক্ষ। বার্সেলোনার বিপক্ষে তাকে খেলানোর সর্বোচ্চ পদক্ষেপই নেয় তারা। রোনালদোর শরীরে কোনো ধরণের উপসর্গ না থাকায় সবাই আশা করছিলেন ২য় দফা টেস্টে হয়তো নেগেটিভ প্রমাণিত হবেন তিনি। রোনালদো নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফিটনেস কার্যক্রমের ভিডিও দিয়ে জানিয়ে দেন, তিনি সুস্থই আছেন। তবে করোনা পরীক্ষা উতরাতে পারলেন না তিনি। ইতালির স্বাস্থ্য বিভাগের নিয়মানুযায়ী, ১০ দিন আইসোলেশনে থাকার পর ২য় দফা করোনা টেস্ট করাতে পারেন আক্রান্তরা। সে হিসেবে আজ টেস্ট করান রোনালদো। তবে এই দফায়ও পজিটিভ এসেছে তার। চ্যাম্পিয়ন্স লিগে এর আগে ৩ বার নকআউট মঞ্চে মেসি-রোনালদোর দেখা হলেও, গ্রুপপর্বে কখনোই মুখোমুখি হননি তারা। ২০০৭-০৮ মৌসুমে সেমিফাইনালে রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেরেছিল মেসির বার্সা। তবে পরের মৌসুমে ফাইনালে ইংলিশ ক্লাবটিকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্প্যানিশ জায়ান্টরা। আর ২০১০-১১ মৌসুমের ফাইনালে রোনালদোর রিয়াল মাদ্রিদকে হারিয়ে আবারো শিরোপা জিতে নেয় মেসির বার্সেলোনা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply