সরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিষয়ে বৈঠকে বসছে ইউজিসি
মহামারি করোনা ভাইরাসের কারণে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এবার ভর্তি পরীক্ষা কীভাবে নেয়া হবে সেই বিষয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে বৈঠকে বসছে ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন)।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পাবলিক রিলেশন অফিসার ইমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকাল ৩টা থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে এই বৈঠক শুরু হবে।
করোনাকালে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা অনলাইনে হবে নাকি সরাসরি হবে তা নিয়েই আলোচনা হবে। পরে উপাচার্যদের সংগঠন ‘বিশ্ববিদ্যালয় পরিষদের’ সঙ্গে বসে সেটি চূড়ান্ত করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। এছাড়া সব বিশ্ববিদ্যালয়কে সঙ্গে নিয়ে সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার উদ্যোগের বিষয়টিও বৈঠকে আলোচনা করা হবে।
এর আগে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর গণমাধ্যমকে জানান, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা অনলাইনে হবে নাকি সরাসরি হবে তা নিয়ে ইউজিসি এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। এই নিয়ে বৈঠকে বসবে ইউজিসি।’
অনলাইনে পরীক্ষা নেয়ার সম্ভাব্যতা নিয়ে জানতে চাইলে এ বিষয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় পরিষদ এই বিষয়ে ইতোমধ্যে আলোচনার জন্য একটি চিঠি দিয়েছে। যেন এ বিষয়ে ইউজিসি উদ্যোগ নেয়।’
আলমগীর বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেয়া হবে, এটি সিদ্ধান্ত হলেও কোন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। এ সিদ্ধান্ত চূড়ান্ত করতে শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও বিশ্ববিদ্যালয় উপাচার্য পরিষদের সঙ্গে সভা হওয়ার কথা রয়েছে।’
এ বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত সব সিদ্ধান্ত নেয়া হবে বলেও অধ্যাপক আলমগীর জানান।
Tag: English News politics
No comments: