আবারও লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি
লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে আবারও মনোনীত হয়েছেন সাদ হারিরি। পদত্যাগের এক বছরের মাথায় আবারও তিনি সরকার গঠনের দায়িত্ব পেলেন। আজ বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট এই মনোনয়নের কথা নিশ্চিত করেছেন। সংসদের অধিকাংশ সদস্য তার মনোনয়নের পক্ষে ভোট দিয়েছেন।
সরকার গঠন করতে সফল হলে এটি হবে তার চতুর্থবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন। জনগণের বিক্ষোভের মুখে গত বছরের ২৯ অক্টোবর পদত্যাগ করেছিলেন হারিরি। প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ার পর হারিরি দ্রুত সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, তার সরকার দেশের সংস্কার ও অর্থনীতির ধসে পড়া ঠেকাবে।
নতুন সরকার গঠনে সমঝোতার জন্য কয়েক সপ্তাহের রাজনৈতিক উত্থান-পতনের পর আজ হারিরিকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ার পর সাদ হারিরি বলেছেন, তিনি নির্দলীয় মন্ত্রিসভা গঠন করবেন।
বৈরুত বন্দরে ব্যাপক বিস্ফোরণের পর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান হাসান দিয়াব। এরপর সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয় মোস্তফা আদিবকে। কিন্তু তিনি গত সেপ্টেম্বরে সরকার গঠনের প্রক্রিয়া থেকে সরে দাঁড়ান।
Tag: English News world
No comments: