আগামী বছরের শুরুতেই মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন–মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতেই মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মঙ্গলবার সকালে সার্কিট হাউসে ে একথা বলেন। এসময় সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ অপর এক প্রশ্নের জবাবে বলেন করোনাভাইরাসের পর অনুষ্ঠান মুক্ত করে দেয়া হয়েছে। এখন সাংস্কৃতিক অনুষ্ঠান করতে কোন বাধা নেই।
এর আগে মন্ত্রীদ্বয়কে পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন। মন্ত্রীদ্বয় সালাম গ্রহণ করেন। এ সময় খুলনা বিভাগীয় কমিশনার ডঃ আনোয়ারুল ইসলাম হাওলাদার, জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ হালিম, সাধারণ সম্পাদক এম এ খালেক, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট পল্লব ভট্টাচার্য প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।
No comments: