Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ইপিএলে মাঠে নামছে বড় দলগুলো




ইপিএলে মাঠে নামছে বড় দলগুলো

চ্যাম্পিয়ন্স লিগের ব্যস্ততা শেষে আবারো লিগ মাতাতে মাঠে নামছে বড় ক্লাবগুলো। বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল মাঠে নামছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। রাত ৯টায় বার্নলির প্রতিপক্ষ চেলসি। শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে ম্যানচেস্টার সিটি। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। বর্তমান চ্যাম্পিয়নদের ইপিএলটা এখনো রয়েছে কক্ষপথে। বড় দলগুলো যখন ছন্দে ফিরে মরিয়া। তখন শীর্ষে থাকা এভারটনের সঙ্গে সমান পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের দুই নম্বরে। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামার আগে নিশ্চয়ই অল রেড বস ইয়্যুর্গেন ক্লপের বড় চিন্তার কারণ ভার্জিল ভেন ডাইকের ইনজুরি। ডিফেন্সের অন্যতম এই ভরসার হয়েছে অস্ত্রোপচার। খুব তাড়াতাড়ি তাকে ফিরে পাওয়ার অপেক্ষায় কোচও। আরো একটা চিন্তার কারণ ফাবিনহোর হ্যামস্ট্রিং ইনজুরি। তবে এতে কপাল খুলছে তরুণ মিডফিল্ডার উইলিয়ামের। অলরেড জার্সিতে অভিষেক হতে যাচ্ছে তার। তবে ম্যাচটা যখন অ্যানফিল্ডে তখন নির্ভারই থাকতে পারে স্বাগতিকরা। এখন পর্যন্ত ঘরের মাঠে ২৯টি ম্যাচে মাত্র ১টি হার। তাছাড়া ম্যাচ স্মরণীয় হয়ে থাকবে দলের অন্যতম ফরোয়ার্ড সাদিও মানের লিভারপুল জার্সিতে ২০০ তম ম্যাচ বলে। তাই সতীর্থ ফিরমিনো, মিলনার, হ্যানডারসন, রবার্টসনরা উজাড় করে দিবেন নিজেদের। তাছাড়া মোহাম্মদ সালাহ সব সময়ে দুর্দান্ত চেনা এই প্রতিপক্ষের বিপক্ষে। অন্যতম ভরসা অ্যালিসন বেকার ফিরছেন গোলপোস্টে। তাই ইউসিএলের পর লিগেও জয়ের ধারা ধরে রাখার জন্যই মাঠে নামবে ক্লপ বাহিনী। এক ঝাঁক ইনজুরি সমস্যা যেন পিছুই ছাড়ছে না ম্যানচেস্টার সিটিকে। আক্রমণ ভাগের অন্যতম ভরসা সার্জিও অ্যাগুয়েরো, গ্যাব্রিয়েল জেসুস, ফার্নানদিনহো, বেঞ্জামিন মেন্ডিরা রয়েছেন দলের বাইরে। তাই শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামার আগে সেরা একাদশ সাজাতে ভাবনায় পড়তে হবে গুরু পেপ গার্দিওলাকে। তবে আশার কথা হলো এখন পর্যন্ত সিটিজেনদের হারের মুখ দেখতে হয়নি চেনা এই প্রতিপক্ষের সামনে। তাছাড়া র্স্টারলিং, ফোডেন, মাহরেজ, ডি ব্রুইনারা রয়েছেন দুর্দান্ত ছন্দে। তাই বলাই যায় শেফিল্ডের বিপক্ষে জয় পাওয়া কঠিন হওয়ার কথা নয়। তবে দুশ্চিন্তার বিষয় হলো লিগ রানার্স আপদের পয়েন্ট টেবিলের অবস্থান। পাঁচ ম্যাচে ২ জয় ২ হার আর ১ ড্র'য়ে অবস্থান ১৩'তে। এই জয়টা লিগে গুরুত্বপূর্ণ গার্দিওলা বাহিনীর জন্য। দেখার পালা প্রতিপক্ষের মাঠ থেকে কত বড় জয় নিয়ে ফিরতে পারে সিটিজেনরা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply