করোনায় জ্যাক মা’র সম্পদ বেড়ে দ্বিগুণ!
কারো পৌষ মাষ তো কারো সর্বনাশ! মহামারী করোনায় তা আবারো প্রমাণিত হলো। করোনায় বিশ্বজুড়ে সাধারণ মানুষেরা আয় সংকটে থাকলেও ফুলেফেপে উঠছে ধনকুবেরদের সম্পত্তি।
চীনের সাংহাইভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হুরুন চায়না রিচ লিস্ট বলছে চীনের অতিধনীরা ২০২০ সালে রেকর্ড দেড় লাখ কোটি মার্কিন ডলার আয় করেছেন। করোনার মধ্যেই দেশটির ধনকুবেরদের তালিকায় যুক্ত হয়েছে আরও ২৫৭ জন শত কোটিপতির নাম।
সম্পদ বৃদ্ধিতে এবারও শীর্ষে রয়েছে আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। তার সম্পদের পরিমাণ গত বছরের চেয়ে প্রায় দ্বিগুণ বেড়েছে। বর্তমানের জ্যাক মার সম্পদের পরিমাণ পাঁচ হাজার ৮শ’ ৮০ কোটি ডলার। দ্বিতীয় স্থানে থাকা গেমিং জায়ান্ট ও উইচ্যাটের মালিকানা প্রতিষ্ঠান টেনসেন্টের প্রধান পনি মা। তার সম্পদের পরিমাণ ৫০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার সাতশ’ ৪০ কোটি ডলারে।
করোনা সংক্রমণ রোধে লকডাউনে ই-কমার্স এবং গেমস’সহ প্রযুক্তি নির্ভর ব্যবসার ব্যাপক প্রসার ঘটেছে। যার-প্রভাবে চীনের অতিধনীদের সম্পদ ফুলেফেপে উঠেছে।
এ প্রসঙ্গে হুরুন চায়নার গবেষক রুপার্ট হুগেওয়ার্ফ বলেন ‘এক বছরে এত সম্পদ বৃদ্ধি হুরুন চায়না রিচ লিস্ট এর ২২ বছরেও কখনো দেখা যায় নি। এমনকি এমন ঘটনা এরআগে কখনোই প্রত্যক্ষ করেনি বিশ্বও।
Tag: English News world
No comments: