নাম পাল্টে নতুন রূপে গেটাফে
শনিবার রাতে বার্সেলোনাকে নিজ মাঠে আতিথ্য দেবে গেটাফে। তবে নতুন রূপে, নতুন নামে। গোল স্কোর দেখতে গিয়ে অনেকে চমকে যেতে পারেন, কারণ সেখানে বার্সার প্রতিপক্ষ হিসেবে লেখা থাকবে এফসি ফেইথ ক্লাব!
বুধবার চমকে দিয়ে নিজেদের নাম পাল্টানোর ঘোষণা দিয়েছে ক্লাবটি। আগের নামের প্রথম চারটি অক্ষর ফেলে দেয়া হচ্ছে, রাখা হচ্ছে শুধু ‘ফে’। ইংরেজিতে এর অর্থ ফেইথ আর বাংলায় বিশ্বাস। অর্থাৎ, এখন থেকে গেটাফে এফসি হয়ে যাচ্ছে ফে এফসি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শুধু নাম নয়, পাল্টে যাচ্ছে ক্লাবটির ব্যাজ ও লোগো। টিভি নেটওয়ার্ক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নাম পাল্টানোর বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে।
হঠাৎ কেন নাম পাল্টানো হল? জবাবে ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে করোনার কারণে সৃষ্ট সংকটের মধ্যে ভক্তদের নতুন করে আশা ও সাহস যোগাতে এই সিদ্ধান্ত।
ক্লাব ম্যানেজার ক্লেমেন্তে ভিয়াভার্দে এক ঘোষণায় জানান, ‘নাম পাল্টানোর মাধ্যমে ভক্তদের একটাই বার্তা আমরা দিতে চাই, তারা যেন আশা না হারান।’
Tag: English News games
No comments: