মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: আগাম ভোট দিলেন ২ কোটি ২০ লাখ নাগরিক
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট অব্যাহত রয়েছে। বিপুল সংখ্যক মানুষ আগাম ভোটে অংশ নিচ্ছেন। ইউএস ইলেকশন প্রজেক্টের তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার পর্যন্ত দেশটির দুই কোটি ২০ লাখের বেশি ভোটার ডাকযোগে বা সশরীরে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
গত বছর একই সময়ে মাত্র ৬০ লাখ ভোট পড়েছিল। করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতেই মানুষ আগাম ভোটে ব্যাপকভাবে সাড়া দিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।
আগাম ভোটের প্রথম দিনই গত মঙ্গলবার টেক্সাস অঙ্গরাজ্যে রেকর্ড সংখ্যক ভোট পড়ে। আগের দিন সোমবার সরকারি ছুটির দিন কলম্বাস ডেতে জর্জিয়ায় এক লাখ ২৬ হাজার ৮৭৬ ভোট পড়ে। জর্জিয়া অঙ্গরাজ্যে এর আগে কখনোই আগাম ভোটে এতটা সাড়া মেলেনি। এ ছাড়া ওহাইওতে ডাকযোগে ২৩ লাখের বেশি ভোট পড়েছে। ২০১৬ সালের চেয়ে এটি দ্বিগুণ।
এবার বিপুলসংখ্যক মানুষ আগাম ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন। তাদের কেউ কেউ ১০ ঘণ্টা পর্যন্ত লাইনে অপেক্ষা করছেন। তরুণ বা যুবক ভোটাররা এবার বিপুল সংখ্যায় বেরিয়ে এসেছেন ভোটকেন্দ্রে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে নির্বাচিত করতে ২০০৮ সালে ভোটারদের মধ্যে এ ধরণের উৎসাহ তৈরি হয়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আগামী ৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের মূল ভোট পর্ব সম্পন্ন হবে। সেদিনই জানা যাবে কেন হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। জনমত জরিপগুলোতে এখন পর্যন্ত ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন।#
Tag: English News others world
No comments: