ফরিদপুরের ভাঙ্গায় অপহরণের ১৩ দিন পর ১৬ বছরের এক কিশোরীকে উদ্ধার
করেছে পুলিশ। সেই সঙ্গে এ ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পুলিয়া বাসস্ট্যান্ড ও ঘোষগ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- ওই উপজেলার দিঘিরপাড় গ্রামের কাঞ্চন হাওলাদারের দুই ছেলে জাকির হাওলাদার (৩০) ও রকিব হাওলাদার (২৫)।
পুলিশ ও মেয়েটির পারিবারিক সূত্রে জানা গেছে, ওই কিশোরী ও মামলার এক আসামি মিলনের বাড়ি দিঘিরপাড় গ্রামে পাশাপাশি জায়গায়। গত ১৬ অক্টোবর বিকেলে মেয়েটি তার দাদীর বাড়ি দিঘিরপাড় থেকে নিজ বাড়িতে ফিরছিল। মেযেটি পাতরাইল দিঘিরপাড় এলাকার পরিত্যক্ত হাসপাতাল মোড়ে পৌঁছালে তার গতিরোধ করে মিলন হাওলাদারসহ অজ্ঞাত কয়েকজন। এসময় তারা মেয়েটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় । রাতে ওই কিশোরী বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় তার সন্ধান করেন। পরে তাকে না পেয়ে থানায় একটি অভিযোগ দেন। বৃহস্পতিবার দুপুরে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার ও দুইজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী উপ-পরিদর্শক আজাদ জানান, নিখোঁজ হওয়ার পর থেকেই আসামিদের অবস্থান ও তাদের গতিবিধি শনাক্তের ব্যাপারে পুলিশি কার্যক্রম চলছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে রকিবকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুসারে ভিক্টিমকে উদ্ধার করা হয় এবং মামলার আরেক আসামি জাকিরকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, মেয়েটির জবানবন্দি নেওয়ার জন্য ও গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্যও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Tag: others Zilla News
No comments: