মেহেরপুরের ৫ রোভারের ২৩ তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মহাফিল অনুষ্ঠিত
মেহেরপুরের ৫ রোভারের ২৩ তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মহাফিল অনুষ্ঠিত। মেহেরপুরের কৃতি ৫ ভারের ২৩ তম রোভার দিবস উপলক্ষে মেহেরপুর জেলা রোভার এর উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে মেহেরপুর সরকারি কলেজ জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলার রোভারের কমিশনার ও সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, সম্পাদক সম্পাদক ফররুখ আহমেদ,কোষাধক্ষ্য রমজান আলী প্রমূখ দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য ১৯৯৭ সালের ২৩ অক্টোবর সিলেটের লাক্কাতুরা চা বাগান সপ্তম জাতীয় রোভার মুট ও নবম এশিয়া প্যাসিফিক-এ অংশগ্রহণ করার লক্ষ্যে মেহেরপুরের একটি রোভার দল বাসযোগে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। রোভারদের বহন করা বাসটি মানিকগঞ্জের ধামরাই এলাকায় পৌঁছার পর সেখানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পতিত হয়। ওই সড়ক দুর্ঘটনায় মেহেরপুরের রোভার সদস্য জাভেদ ওসমান, মাসুম, মনিরুল, আমিনুল ও মাহফুজ নামের ৫ রোতার সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়। সে থেকে দিনটি যথাযথভাবে পালিত হয়ে আসছে।
Tag: Zilla News
No comments: