একইদিনে ‘ব্যাটলগ্রাউন্ড’ ফ্লোরিডায় নির্বাচনী প্রচারে ট্রাম্প-বাইডেন
ভোটের চার দিন আগে গতকাল বৃহস্পতিবার এরই মধ্যে ‘ব্যাটলগ্রাউন্ড’ খ্যাতি পাওয়া ফ্লোরিডা অঙ্গরাজ্যে পৃথক র্যালিতে যোগ দেন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ‘ব্যাটলগ্রাউন্ড’ বা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ক্ষেত্র হিসেবে ধরা হচ্ছে ফ্লোরিডা অঙ্গরাজ্যকে। ভোটের ঠিক চার দিন আগে গতকাল বৃহস্পতিবার একইদিনে গণসংযোগ করতে ফ্লোরিডায় আসেন বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক দলীয় প্রার্থী জো বাইডেন। সংবাদমাধ্যম বিবিসি এ কবর জানিয়েছে।
ফ্লোরিডায় সমর্থকদের উদ্দেশে বাইডেন বলেন, ‘ক্ষমতা আপনাদের হাতে। ফ্লোরিডা যেন ব্লু (ডেমোক্র্যাটিক) থাকে।’
অন্যদিকে ট্রাম্প ফ্লোরিডাবাসীর উদ্দেশে বলেন, ‘বাইডেনের পরিকল্পনা হচ্ছে মানুষকে শাস্তি দেওয়া। তিনি আপনাদের লকডাউন করতে যাচ্ছেন।’
এদিন ফ্লোরিডার টাম্পা শহরে ১০০ মিনিটের র্যালিতে নতুন তথ্য দেন ট্রাম্প। তিনি বলেন, ‘নভেল করোনাভাইরাসের মধ্যেও দেশের অর্থনীতি ৩৩ দশমিক ১ শতাংশ হারে সম্প্রসারিত হয়েছে। এর আগের তিন মাসে যা ৩১ শতাংশ ছিল।’
আগাম জনমত জরিপে ট্রাম্পের চেয়ে বাইডেন এগিয়ে থাকলেও ফ্লোরিডার মতো বেশ কয়েকটি অঙ্গরাজ্য ভোটের ফল ঘুরিয়ে দিতে পারে। অন্যান্য অঙ্গরাজ্যে বেশি ব্যবধান থাকলেও এই ফ্লোরিডায় বাইডেনের চেয়ে মাত্র ১ দশমিক ৪ পয়েন্ট পিছিয়ে আছেন ট্রাম্প। এখন শুধুই ৩ নভেম্বর মার্কিন জনগণের রায়ের অপেক্ষা।
আট কোটির বেশি ভোটার অবশ্য সশরীরে ও ডাকযোগে আগাম ভোট দিয়ে তাঁদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। এর মধ্যে পাঁচ কোটি ২০ লাখের মতো ডাকযোগে দেওয়া ভোট রয়েছে, যা গণনা করতে বেশ সময় লাগার কথা। এ কারণেই বলা হচ্ছে, ৩ নভেম্বর ভোটের দিন শেষে রাতের মধ্যে হয়তো হোয়াইট হাউসের অধিবাসী কে হচ্ছেন, তা নাও জানা যেতে পারে।
Tag: English News world
No comments: