নৌ ধর্মঘট প্রত্যাহার
খোরাকি ভাতার দাবি মেনে নেয়ায় শ্রমিকদের নৌ পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে এ সিদ্ধান্ত নেয় শ্রমিকরা। মালিক ও শ্রমিকপক্ষের মাঝে আলোচনার পর এই সিদ্ধান্ত নেন তারা।
এর আগে ১১ দফা দাবিতে দেশব্যাপী পণ্যবাহী নৌযান ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও নৌশ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদ।
চলমান নৌযান শ্রমিকদের এ ধর্মঘট আজকের মধ্যে সমাধান হবে বলে আশা প্রকাশ করেছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
গত সোমবার মধ্যরাত থেকে পণ্য ও তেলবাহী নৌযান শ্রমিকদের লাগাতার এ ধর্মঘট শুরু করে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
No comments: