ছিটকে গেলেন মেসুত ওজিল
ইউরোপা লিগের পর আর্সেনালের প্রিমিয়ার লিগ স্কোয়াড থেকেও ছিটকে গেলেন জার্মান তারকা মেসুত ওজিল। তাই আগামী ফেব্রুয়ারি পর্যন্ত তাকে মাঠে দেখা যাবে না।
দলের সবচেয়ে দামি ফুটবলারকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে আর্সেনাল কর্তৃপক্ষ। প্রিমিয়ার লিগের দেয়া ২৫ সদস্যের দলে নেই তার নাম। এর আগে ইউরোপা লিগের দলেও রাখা হয়নি এই মিড ফিল্ডারকে।
গুঞ্জন রয়েছে কোচ মিখেল আর্তেতার পছন্দের তালিকায় নেই তিনি। বর্তমান কোচের অধীনে কোন ম্যাচ খেলার সুযোগ হয়নি এই জার্মান তারকার। চুক্তি শেষ না হওয়া পর্যন্ত আর্সেনালে থাকার কথা জানিয়েছেন ওজিল। তাই গ্রীষ্মকালীন দল বদলের পর হয়তো তাকে অন্যকোন দলে দেখা যেতে পারে।
Tag: Advertisement games
No comments: