রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
রাজধানীর ডেমরার কোনাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত হয়েছে। আজ রোববার সন্ধ্যা ৭টার পর রাস্তার ধারের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।
রাতে বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের ডেমরা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মজিবুর রহমান।
নিহত ব্যক্তিরা হলেন আনিসুর রহমান (৫৫) ও তাঁর ছেলে ফাহিম (১৬)।
এএসআই মজিবুর রহমান বলেন, বাবা-ছেলে মোটরসাইকেলে চড়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ওই খুঁটিতেই ছেলে ফাহিম আটকে যায়। বাবা আনিসুর এক পাশে আর মোটরসাইকেল অন্য পাশে পড়ে যায়। এতে তারা দুজনই গুরুতর আহত হয়।’
স্থানীয়দের বরাত দিয়ে মজিবুর রহমান আরো বলেন, ‘বাবা-ছেলের পেছনে বোধহয় তাদের এক আত্মীয় ছিলেন। ওই আত্মীয় আহত বাবা-ছেলেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ঢাকা মেডিকেলে নিয়ে যান।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে বলেন, ‘রাতে বাবা-ছেলেকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
Tag: Advertisement politics
No comments: