ফ্লোরিডায় হারলে গভর্নরকে বরখাস্ত করা হবে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ফ্লোরিডা অঙ্গরাজ্যে যদি তিনি হেরে যান তাহলে সেখানকার গভর্নর রন ডিস্যান্টিসকে বরখাস্ত করা হবে।
গতকাল (শুক্রবার) এক নির্বাচনী সমাবেশের সময় ট্রাম্প তার ঘনিষ্ঠ সহযোগী ফ্লোরিডার গভর্নরকে বলেন, “রন, আমরা এই অঙ্গরাজ্যে বিজয়ী হতে যাচ্ছি তো?”
ট্রাম্প বলেন, “আপনারা জানেন আমরা যদি বিজয়ী না হই তাহলে তার দায় কিন্তু গভর্নরের। যেভাবেই হোক আমি তাকে বরখাস্ত করব। আমি তাক বরখাস্ত করতে যাচ্ছি। আমি এজন্য একটি পথ বের করব।”
ফ্লোরিডার ওই সমাবেশে সমর্থকদের চাঙ্গা রাখতে ট্রাম্প আরো একটি বির্তকিত বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, “আরো চার বছরের জন্য বরং ১২ বছরের জন্য আমি নির্বাচিত হব।”
বেশি মেয়াদে ক্ষমতদায় থাকার ব্যাপারে ট্রাম্প এই প্রথম বক্তব্য দেন নি বরং গত মাসে ট্রাম্প এ ইস্যুতে বলেছিলেন, “তিনি তৃতীয় মেয়াদের জন্য আলোচনা করবেন।” তিনি জোরাজুরি করে বলেন, তিনি বিষয়টি নিয়ে কথা বলার অধিকার রাখেন।#
Tag: English News world
No comments: