ইবির নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
কুষ্টিয়ার ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবসায় প্রশাসন অনুষদের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে মারা যান ওই শ্রমিক।
নিহত মনিরুল ইসলাম (২৬) জেলার হরিনারায়ণপুর ইউনিয়নের খাইরুল ইসলামের ছেলে।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আজ সকালে ব্যবসায় প্রশাসন অনুষদের পঞ্চম তলায় কাজ করছিলেন মনিরুল। এ সময় হঠাৎ পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। সেখানেই তার মৃত্যু হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. পরেশ চন্দ্র বর্ম্মণ বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে শ্রমিকের লাশ দেখতে পাই। পরে পুলিশ এসে লাশটি নিয়ে যায়।
Tag: others Zilla News
No comments: