কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের কোভিড-১৯ ডেডিকেটেড ইউনিটে করোনার উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মোট ২০৩ জনের মৃত্যু হলো।
এদের মধ্যে করোনা পজিটিভ হয়ে ৬৮ ও উপসর্গ নিয়ে ১৩৫ জন মারা গেছেন।
আজ মঙ্গলবার সকালে কুমেক হাসপাতালের সহকারী সার্জন ডা. মোয়াজ্জেম জানান, ‘গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।’
মৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লা সদরের মো. আলম হোসেন (৫১), আবদুল মান্নান (৮২), সদর দক্ষিণের হাসান ইমাম ((৬৮) লাকসামের নেপাল চন্দ্র দাস (৫৫) ও লালমাইয়ের দুধ মিয়া (৭০)।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন ২৬ জনসহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছে ১২৪ জন। সুস্থতা লাভ করেছেন আরও ১৫ জন।
No comments: