তুরস্কের পূর্বাঞ্চলে একটি সামরিক গোয়েন্দা বিমান বিধ্বস্ত হয়ে দেশটির সাত নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদোলুর খবরে এমন তথ্য জানা গেছে। দেশটির ভ্যান প্রদেশে পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার ভোরে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু এক বিবৃতিতে বলেন, আমরা আমাদের সাতজন বীরকে হারিয়েছে, এর মধ্যে দুইজন পাইলট ও পাঁচ প্রযুক্তি কর্মী। তিনি আরও জানান, মাউন্ট আরতোসের ২২০০ মিটার উঁচুতে বিমানটি বিধ্বস্ত হয়। ভ্যান শহরের এই পাহাড়টি একটি ঘুমন্ত আগ্নেগিরি।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বান ফেরিত মেলান বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করেছিল। সোমবার থেকে বান ও হাককারি প্রদেশে পর্যবেক্ষণ ও নজরদারি মিশনে ছিল ২০১৫ মডেলের বিমানটি।
রাত ১০টা ৩২ মিনিটে বাসকেলে জেলার আশপাশের আকাশে থাকায় সময় শেষবারের মতো কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেছিলেন পাইলটরা। এরপর রাত প্রায় ১০টা ৪৫ মিনিটের দিকে বিমানটির যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সোলাইমান ঘটনাস্থলে যান।
No comments: