পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের বালাভীর এলাকায় নালার পানিতে ডুবে জিহাদ নামে দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১২ জুলাই) বিকেলে এ দুর্ঘটনাটি ঘটে। জিহাদ ওই এলাকার জাহিদুল ইসলামের ছেলে।
স্বজনরা জানান, জিহাদ সবার অগোচরে বাড়ির পাশে নালার ধারে চলে যায়। খেলতে খেলতে নালার পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশে নালার পানিতে তাকে ভাসতে দেখেন।
তাৎক্ষণিক স্থানীয় ও পরিবারের সদস্যরা জিহাদকে নালা থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান নালার পানিতে ডুবে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
No comments: