২০১১ বিশ্বকাপের ফাইনালে দুর্নীতি হয়েছে, শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা আলুথগামাগের এমন অভিযোগের পর নড়েচড়ে বসেছে দেশটির ক্রীড়াজগত। অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ তদন্ত ইউনিটও খোলা হয়েছে। নয় বছর আগের সেই বিশ্বকাপ ফাইনাল নিয়ে এমন তোড়জোড়, অবাক করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দুর্নীতি দমন ইউনিট (আকসু) প্রধান অজিত সিংকে।
অজিত সিংয়ের মতে, ফাইনাল নিয়ে যদি সন্দেহ থেকেই থাকে সেটা নয় বছর আগেই তদন্ত করা উচিৎ ছিল। এত বছর পর প্রমাণ সংগ্রহ বেশ কঠিন হবে বলে মনে করেন সাবেক এ পুলিশ কর্মকর্তা।
‘আমি অবাক হচ্ছি প্রায় ১০ বছর পর পুরনো বিষয় নতুন করে সামনে এসেছে। আমার অনেক বছরের অভিজ্ঞতা বলে তদন্তে যতবেশি দেরি, প্রমাণ সংগ্রহ ততবেশিই কঠিন হবে।’
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আইসিসির টুর্নামেন্ট হওয়ায় তদন্তের ভার সংস্থাটির বলে মনে করেন অজিত সিং। আর কোনো দুর্নীতি হয়ে থাকলেও তা আইসিসির নজরে এসে থাকার কথা বলেই জানিয়েছেন তিনি।
‘বিশ্বকাপ আইসিসির কঠিন নজরের মধ্যে হয়েছে। যদি কোনো দুর্নীতি হয়েও থাকে তাহলে সেটা আইসিসি তদন্ত করবে। ভারতের এখানে কিছু করার নেই।’
এদিকে বেশ জোরেশোরেই তদন্ত শুরু হয়েছে শ্রীলঙ্কায়। আলুথগামাগে, ২০১১ সালের প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভার বক্তব্য নেয়া হয়েছে। ডাকা হয়েছে সেই বিশ্বকাপে লঙ্কান ওপেনারের দায়িত্ব পালন করা বাঁহাতি ব্যাটসম্যান উপুল থারাঙ্গাকে। বৃহস্পতিবার একসঙ্গে বিবৃতি নেয়া হবে দুই গ্রেট কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনেরও।
No comments: