সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নতুন বিমানঘাঁটি
মার্কিন বাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলীয় হাসাকা প্রদেশে আরও একটি বিমানঘাঁটি গড়েছে। এ ঘাঁটির বিমানবন্দরে শুধু মার্কিন সামরিক বিমান ওঠানামা করবে। বুধবার (১ জুলাই) স্থানীয় সূত্রগুলোর বরাতে এ সংবাদ দিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা।
ওই প্রতিবেদনে জানানো হয়, হাসাকা প্রদেশের জাজিরা অঞ্চলে একটি নতুন বিমানঘাঁটি ও একটি বিমানবন্দর প্রতিষ্ঠা করা হয়েছে। এরইমধ্যে সেখানে অনেকগুলো ভবন নির্মাণ করা হয়েছে এবং মার্কিন সেনা ও কুর্দি সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ’র জন্য অস্ত্র ও সামরিক সরঞ্জাম এনেছে। মার্কিন বাহিনী হাসাকা প্রদেশের আমফাল্ত এলাকা থেকে একটি রাস্তা নির্মাণ করেছে যা বিমানঘাঁটির দিকে চলে গেছে।
প্রসঙ্গত, ২০১৯ সালের প্রথম দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিলেও অন্যান্য অনেক কর্মকর্তার বিরোধিতার মুখে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং সিরিয়ার তেলক্ষেত্রগুলোর নিরাপত্তার রক্ষার নামে দেশটিতে সেনা পুনঃমোতায়েন করেন। সূত্র: পার্সটুডে
No comments: