হবিগঞ্জের বানিয়াচংয়ে আব্দুর রউফ (২৪) নামে এক ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ জুলাই) দুপুরে নিজ বাড়ির পাশের হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুর রউফ কাঁগাপাশা ইউনিয়নের গাজীপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ ছাত্রলীগের বর্তমান কমিটির সহ-সভাপতি।
রোববার সকালে হাওরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জনান, প্রাথমিকভাবে লাশের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
No comments: