সাহেদকে নিয়ে মধ্যরাতে ডিবির অভিযান
রিজেন্ট চেয়ারম্যান সাহেদকে নিয়ে মধ্যরাতে অভিযান চালিয়ে অস্ত্র গুলি ও মাদক উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে হয়েছে নতুন দুই মামলা।
রাত ১১টার দিকে সাহেদের দেয়া তথ্যমতে অভিযান চালানো হয় উত্তরা ১১ নম্বর সেক্টরে। সেখান থেকে উদ্ধার করা হয় তার ব্যক্তিগত গাড়ি।
নিবন্ধনহীন গাড়িটির সিটের পেছন থেকে উদ্ধার হয় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, ৫ বোতল বিদেশি মদ ও ১০ বোতল ফেন্সিডিল। পরে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা হয় দুটি মামলা।
No comments: