Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » উইন্ডিজ-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে টস বিলম্ব




  উইন্ডিজ-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে টস বিলম্ব

ভেজা আউটফিল্ডের কারণে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচের টস হতে দেরি হচ্ছে। ম্যানচেস্টারে স্থানীয় সময় সাড়ে ১২টা পর্যন্ত মাঠে খেলা গড়ার পরিস্থিতি তৈরি হয়নি। এদিকে লাঞ্চের বাকি আর এক ঘণ্টা।

সাউদাম্পটনের দুঃখ ভুলে ম্যানচেস্টারে ঘুরে দাঁড়াতে নিজেদের সবটুকু উজাড় করে দেয়ার প্রতিজ্ঞা করেছেন ইংলিশ অধিনায়ক জো রুটের। সিরিজ জেতার লক্ষ্য নিয়ে আরো ভালো ক্রিকেট খেলার প্রত্যয় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারের। 

বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির পর ভেজা আউটফিল্ডের কারণে বিকেল সাড়ে চারটা নাগাদ টস করা সম্ভব হয়নি।

মাঠে নামার আগে প্রস্তুতিতে বাধা দিয়েছে বৃষ্টি।  ইনডোরে সেশন করেছেন স্টোকস, বাটলাররা। উইকেটটাও সেভাবে দেখা হয়নি। তাই খুব ভেবেচিন্তে একাদশ নির্বাচন করতে চান জো রুট। একইসঙ্গে বাদ পড়াদের নিয়েও আশার কথা শোনান ইংলিশ ক্যাপ্টেন।

জো রুট বলেন, কাউকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া খুব কঠিন। আর জো ডেনলির ক্ষেত্রে তো আরো কঠিন। সে দীর্ঘদিন ধরে দুর্দান্ত খেলছে। দল হিসেবে আমাদের প্রতিষ্ঠা পাওয়ার পেছনে তার অনেক অবদান আছে। এমন সিদ্ধান্তে নিশ্চিত সে হতাশ হবে। কিন্তু আমি মনে করি তার সামনে সুযোগ আসবে।

উইন্ডিজের অতশত চিন্তা নেই। একাদশ নিয়ে খুব একটা ভাবনাও নেই। তবে কিছু পরিবর্তন আসলেও আসতে পারে। স্পিন বিভাগ শক্তিশালী করতে রোস্টন চেজের পাশাপাশি একাদশে রাখা হতে পারে বিগম্যান রাকিম কর্নওয়ালকে। তা হলে ব্যাটিং লাইনআপে একধাপ উপরে উঠে আসবেন ক্যাপ্টেন জেসন হোল্ডার। শেই হোপ কে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। সাদা পোষাকে সময়টা মোটেও ভালো যাচ্ছেনা। তবে হোপকে আশা দেখাচ্ছেন অধিনায়ক হোল্ডর।

জেসন হোল্ডার বলেন, শেই অসাধারণ একজন ক্রিকেটার। সবশেষ আমরা যখন ইংল্যান্ডে খেলেছি তখনও সে দুর্দান্ত খেলেছিলো। অবশ্যই তার ওয়ানডে ফর্ম খুব ভালো। টেস্টে লড়াই করেছে। তবে তার উপর আমার পূর্ণ আস্থা আছে।

প্রথম টেস্ট জেতায় অতিরিক্ত আত্মবিশ্বাস কাল হতে পারে। জেসন হোল্ডার মনে করেন, সিরিজ জিততে হলো আরো ভালো ক্রিকেট খেলতে হবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply