সিউলের সিটি মেয়র পার্ক ওন সুন’র মরদেহ উদ্ধার
নিঁখোজ হওয়ার প্রায় সাত ঘণ্টা পর সাউথ কোরিয়ার রাজধানী সিউলের সিটি মেয়র পার্ক ওন সুন এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার প্রায় ৬০০ পুলিশ, ফ্রায়ার ব্রিগেডের কর্মী, ড্রোন ও ডগ স্কোয়াডের সাহায্যে তার মরদেহ উদ্ধার করা হয়।
সিউল পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, নর্থ সিউলের পাহাড়ি একটি রেস্তোঁরার কাছ থেকে তার মরদেহ পাওয়া যায়। আত্মহত্যা বলে ধারণা করা হলেও এই বিষয়ে কোনো প্রমাণ মেলেনি। মৃত্যুর পূর্বে এধরনের কোনো নোট লিখে যাননি তিনি। মৃত্যুর কারণও জানা যায়নি।
স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে, বুধবার মেয়রের ব্যক্তিগত সচিবদের একজন তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পার্ক ওন সুন এর মেয়ে পুলিশকে জানিয়েছে, বৃহস্পতিবার সকালে তার বাবা অফিসিয়াল বাসা থেকে বেরিয়ে যান। তারপর আর ফেরেননি। সন্ধ্যার দিকে পার্কের মেয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অনুসন্ধান চালিয়ে রাতে তার মৃতদেহ উদ্ধার করে।
সাউথ কোরিয়ার রাজধানী সিউলের মেয়র পার্ক ওন সুন অত্যন্ত প্রভাবশালী একজন রাজনীতিবিদ।মহামারী করোনাভাইরাস মোকাবিলায় দারুণ ভূমিকা পালন করেছেন তিনি। ২০২২ সালে দেশের প্রেসিডেন্ট নির্বাচনে তাকে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে বিবেচিত করা হচ্ছিলো।
তিনি একজন মানবাধিকার আইনজীবী হিসেবে পরিচিত। লিঙ্গ সমতার আন্দোলনের জন্য তিনি জনপ্রিয় ছিলেন। তিনি বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন সব সময়। ২০১১ সালে তিনি তৃতীয়বারের মতো সিউলের মেয়র নির্বাচিত হন।
No comments: