তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ দক্ষিণ-পূর্ব বালির ৮০০ কিলোমিটার অভ্যন্তরে তীব্র ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৬।
ভূকম্পনের তীব্রতার কারণে সংশ্লিষ্ট এলাকায় সুনামির আশঙ্কা ছড়িয়ে পড়ে। তবে দ্য ব্যুরো অব মেটেরোলজির পক্ষ থেকে আশ্বস্ত করে বলা হয়েছে, সুনামির কোনো আশঙ্কা নেই। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের বরাত দিয়ে জাকার্তা পোস্ট এ খবর জানিয়েছে।
জানা গেছে, এদিনের ভূকম্পনের কেন্দ্র ছিল মাটি থেকে অন্তত ৫২৮ ফুট গভীরে। মার্কিন জিওলজিক্যাল সার্ভের প্রতিবেদন বলছে, জাভার কেন্দ্রে অবস্থিত বাতাং উপকূলে তীব্র কম্পন অনুভূত হয়েছে এদিন। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রশান্ত মহাসাগরের রিং অব ভলকানোর ওপর অবস্থিত ইন্দোনেশিয়া। ফলে বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকার মধ্যে পড়ে দেশটি।
No comments: