বিএসএমএমইউতে করোনা রোগী ভর্তি শুরু
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-বিএসএমএমইউতে শুরু হয়েছে করোনা রোগীদের চিকিৎসা। রোগীরা কেবিন ব্লক ও পুরনো বেতার ভবনে ভর্তি হয়ে চিকিৎসা নিতে পারবেন।
বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন জানান, শনিবার সকাল ৮টা থেকে এ ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। হাসপাতালের কেবিন ব্লকের পুরো ভবনটি করোনা ইউনিট করা হয়েছে বলে জানান তিনি। এছাড়া করোনাভাইরাস আক্রান্তদের জন্য কেবিন ব্লকে ২৫০টি এবং পুরনো বেতার ভবনে ১২০টি সহ মোট ৩৭০টি শয্যা রাখা হয়েছে।
কেবিন ব্লকে ভাড়া দিয়ে এবং পুরনো বেতার ভবনের করোনা ইউনিটে ফ্রি সেবা দেয়া হবে বলে জানান বিএসএমএমইউ পরিচালক। শুরুর ৪ ঘন্টায় ৩ জন রোগী ভর্তি হয়েছেন।
No comments: