Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মুশফিকদের খবরে আশা দেখছেন জাহানারা




  মুশফিকদের খবরে আশা দেখছেন জাহানারা

করোনা বিরতি কাটিয়ে রোববার থেকে শের-ই-বাংলা স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন শুরু করবেন মুশফিক-মিঠুন-শফিউল। হোম অব ক্রিকেটে টাইগারদের ফেরার খবরে আশা দেখছেন টাইগ্রেস ক্রিকেটার জাহানারা আলম।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে জাহানারা বলেন, ‘মুশফিক ভাইরা অনুশীলন শুরু করবেন, এটা খুবই আনন্দের খবর। আশা করি আমরাও দ্রুত মাঠে ফিরতে পারব। যতই ঘরে ফিটনেস নিয়ে কাজ করি মাঠের মানুষ, মাঠে থাকতেই ভালো লাগে।’

‘দীর্ঘ বিরতি কাটিয়ে যখন ইংল্যান্ড-উইন্ডিজ টেস্ট শুরু হলো তখন থেকেই আশার সঞ্চার হয়েছে যে ক্রিকেট আস্তে আস্তে সব দেশেই ফিরবে। আন্তর্জাতিক ক্রিকেট শুরু হওয়ার পর থেকেই আশা নিয়ে অপেক্ষায় আছি আবার কবে মাঠে যাব। সেই অপেক্ষা হয়ত কোরবানির ঈদের পরই শেষ হবে।’

টাইগ্রেস ক্রিকেটের দেখভালের দায়িত্বে থাকা তৌহিদ মাহমুদ জানিয়েছেন, মেয়েদেরও মাঠে ফেরাতে উদ্যোগী বিসিবি, ‘ছেলেদের অনুশীলন যেহেতু শুরু হচ্ছে, আমরা পুরো প্রক্রিয়াটা দেখে একটা কাঠামো তৈরি করবো। তাদের অনুশীলন কার্যক্রম পর্যবেক্ষণ করে সেখান থেকে যতি সংযোজন-বিয়োজন করা লাগে সেটি করে আমরা জুতসই একটি পরিকল্পনা তৈরি করবো। সব ঠিকঠাক থাকলে মেয়েদের মাঠে ফেরা হয়তো খুব দূরের পথ নয়।’



বাংলাদেশের নারী ক্রিকেটাররা খেলা থেকে দূরে সাড়ে চার মাস ধরে। টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষ করে ৫ মার্চ অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর দল হয়ে আর মাঠে নামা হয়নি জাহানারা-সালমা-রুমানাদের। জুলাইয়ে শ্রীলঙ্কায় বিশ্বকাপ বাছাই পিছিয়ে যাওয়ায় সামনে আর আন্তর্জাতিক সিরিজের সূচি নেই মেয়েদের সামনে।

ঢাকা প্রিমিয়ার লিগ কিংবা জাতীয় লিগ দিয়েই শুরু হতে পারে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা। বছরের শুরু দিকে বিশ্বকাপ ও পরে করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে আছে ঘরোয়া লিগ। কোনো আসরই মাঠে গড়ায়নি এ মৌসুমে। বিসিবি অবশ্য মেয়েদের আশ্বাস দিয়েছে করোনা পরিস্থিতি ভালো হলে লিগ শুরু করার।

মার্চের মাঝামাঝি বিসিবির ক্রিকেটীয় কর্মকাণ্ড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পরই মেয়েরা ছুটে যান যার যার গ্রামের বাড়ি। জাহানারা থেকে গেছেন ঢাকাতেই। মিরপুরের বাসায় ফিটনেস নিয়ে প্রচুর কাজ করলেও স্বস্তি মিলছে না পুরোপুরি। মাঠের অনুশীলন কবে শুরু হয় সেদিকে তাকিয়ে এ পেস বোলার।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply